তৃণমূলের মিছিলে বোমা,গুলি,মারধর,আহত ২ তৃণমূল নেতা।

তৃণমূলের মিছিলে বোমা,গুলি,মারধর,আহত ২ তৃণমূল নেতা।

ঘটনাটি বসিরহাট মহকুমা সন্দেশখালি থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামের।ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত নটা নাগাদ।তৃণমূলের খুলনা গ্রাম পঞ্চায়েতের সদস্য রঞ্জিত দাস ও বিনন্দ মন্ডল দুই তৃণমূল নেতা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।ঠিক সেই মুহূর্তে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসে শূন্যে গুলি ও যথেচ্ছভাবে বোমাবাজি করতে থাকে,এমনটাই অভিযোগ তৃণমেলের পক্ষ থেকে।পাশাপাশি ওই দুই নেতাকে মারধর করে বলেও অভিযোগ।এই ঘটনার জেরে বুধবার সকাল দশটা নাগাদ তৃণমূল নেতা আক্রান্তের প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল করা হয়।এখানেই শেষ নয়।মিছিল চলাকালীন সেই সময় মোটরসাইকেলে কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূলের মিছিলে বোমাবাজি করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে।এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।ঘটনাস্থলে সন্দেশখালি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়।দুই তৃণমূল নেতা খুলনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ২০ জনের নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।তাদের বক্তব‍্য এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা।বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + fifteen =