তৃণমূলের রক্তদান কর্মসূচীতে সিপিএম কংগ্রেসের থেকে ৪০০, শতাধিক যোগদান।

তৃণমূলের রক্তদান কর্মসূচীতে সিপিএম কংগ্রেসের থেকে ৪০০, শতাধিক যোগদান।

বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতে তোকিপুর রাজলক্ষী হাই স্কুল মাঠে তৃণমূলের রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করেন। সেখানে সিপিএম ও কংগ্রেস থেকে চার শতাধিক নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪, পরগনা জেলা তৃণমূলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক বাদল মিত্র বসিহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সমীক রায় অধিকারী, হাসনাবাদ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজি বিশিষ্ট তৃণমূল নেতা এস্কান্দার গাজী সহ বিশিষ্টজনেরা। দলত্যাগী সিপিএম নেতা খগেন দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে উন্নয়ন করছে রাজ্যের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প সুবিধা পাচ্ছে, তারপরে বিশেষ তাৎপর্যপূর্ণ লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, দুয়ারে রেশনের মত জনমুখি প্রকল্প।মানুষের আগে কোনদিন পাইনি, তাই উন্নয়নের শরিক হতে পাশাপাশি মানুষের কাজ করতে আমরা আজকে দলে তৃণমূলে যোগদান করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − nine =