উত্তর ২৪ পরগনা জেলার হাবরার তৃণমূল অঞ্চল সভাপতিকে কোপানো ও মারধরের ঘটনায় রাস্তা অবরোধ।

তৃণমূল অঞ্চল সভাপতি কে কোপানো ও মারধরের ঘটনায় রাস্তা অবরোধ।

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা কেন্দ্রের বেড়গুম দু’নম্বর পঞ্চায়েতে অঞ্চল সভাপতি কল্যাণ দত্ত এর উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করল তৃণমূল কর্মীরা।
বুধবার রাতে নাম সংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার হয় তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর। বেড়গুম দুই নম্বর পঞ্চায়েত প্রধান দাবি করেন এটা তাদের পারিবারিক গন্ডগোলের কারণে তার উপর আক্রমণ হয়েছে। তারই প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাবড়া গোবরডাঙ্গা রোডে প্রতাপ নগর এলাকায় অবরোধ করে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় মানুষদের কথা বলে দুষ্কৃতী গ্রেফতার আশ্বাস দিলে  অবরোধ উঠে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 11 =