তৃণমূল ও সংযুক্ত মোর্চা সংঘর্ষ, আহত দু’পক্ষের প্রতিবন্ধী শিশু মহিলা।
ঘটনাটি বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামের। স্থানীয় সূত্রে খবর,আই এস এফ করার অপরাধে রবিবার গভীর রাতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী হাতে লোহার রড, হাসুয়া দা এবং বন্দুক নিয়ে চড়াও হয় আব্বাস সিদ্দিকীর অনুগামীদের উপর। তাদের বাড়িতে থাকা প্রতিবন্ধী বাচ্চা এবং মহিলারাও রেহাই পান নি ।বেধড়ক মারধর করা হয় তাদের।ভাঙচুর করা হয় তাদের ঘর।এই ঘটনায় পাল্টা তৃণমূলের ওপর হামলা চালায় সংযুক্ত মোর্চার লোকজন। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় উভয় পক্ষের ১৪ জন। তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মারের আঘাতে তৃণমূলের ৪জন আহত হয়। ঘটনায় দুপক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে হাড়োয়া থানায়।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।পুলিশি টহলদারি চলছে গোটা এলাকায়।পাশাপাশি পুলিশ প্রিকেটও বসানো হয়েছে।তবে শুধুই কি রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।তাদের বক্তব্য,তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্যই তাদের এই কারসাজি।