তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।
মিটিং সেরে বাড়ি ফেরার পথে দলবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে।ঘটনাটি ভাঙড়ের কাশিপুর থানা এলাকার ভুমরু গ্রামের।অভিযোগ অস্বীকার আইএসএফের।এলাকায় চাঞ্চল্য।মোতায়েন পুলিশ। গ্রামের এক প্রান্তে শুক্রবার রাতে নির্বাচনী সভা চলছিল আইএসএফের।তৃণমূলের অভিযোগ,সেই মিটিং থেকে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফের কর্মীরা।এমনকি পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করে।যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ তথা সিপিআইএম নেতা রশিদ গাজীর।তার দাবী, নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে তাদের উপর দোষারোপ করা হচ্ছে।রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিম।অপরাধীদের যতক্ষণ না ধরা হবে ততক্ষণ তিনি এলাকা থেকে উঠবেন না বলে দৃঢ় সংকল্পবদ্ধ।ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য।এলাকায় মোতায়েন করা হয়েছে কাশিপুর থানার পুলিশ।