তৃণমূল কর্মীর বাড়িতে তাজা বোমা উদ্ধার করল পুলিশ বসিরহাট পৌরসভা আট নম্বর ওয়ার্ডে।
বসিরহাট পৌরসভা আট নম্বর ওয়ার্ডে বাসিন্দা শ্যামসুন্দর দত্তের বাড়ির শিড়ির পথ থেকে একটি বোমা উদ্ধার করল পুলিশ। রবীন্দ্রজয়ন্তী পালন করার জন্য সকালবেলা ফুলের মালা কিনতে বাড়ি থেকে বেরোতেই বাড়ির সিঁড়িতে একটি তাজা বোমা দেখতে পায় শ্যামসুন্দর বাড়ির লোকজন সকালবেলা দেখে বাড়ির সিঁড়িপথে একটি তাজা বোমা পড়ে আছে এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে। কেউ বা কারা বোমাটি রেখেছে তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ।