আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে “দিদির সুরক্ষা কবজ” প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে বুধবার সকালে নদীয়ার নবদ্বীপ বিধানসভার বাবলারী ব্লকে এসে পৌঁছালেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। বাবলারিতে পৌঁছে প্রথমে তিনি লক্ষ্মী প্রিয়া মন্দিরে পূজার্চনা সেরে এলাকায় জনসংযোগের কাজে যোগদেন। গুরুত্ব দিয়ে শোনেন এলাকা বাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। সভাধিপতি রিক্তা কুন্ডু সাথে “দিদির সুরক্ষা কবজ” প্রকল্পে এই দিন শরিক হয়ে ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ ব্লক সভাপতি কল্লোল কর, সঞ্জয় ঘোষ ছাড়াও বাবলারি পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। জনসংযোগের পর এই দিন দুপুরে স্থানীয় তৃণমূল কর্মী সুনীল ঘোষের বাড়িতে মধ্যান্য ভজন সারলেন রিক্তা কুন্ডু। এরপর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী দলীয় কর্মী সমর্থকদের সাথে এলাকার উন্নতি স্বার্থে আলোচনা পর্ব সেরে তৃণমূল নেতা নারাণ দত্তের বাড়িতে নৈশ জাপন করবেন তিনি বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =