তৃণমূল ছাড়লেন গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান।
তৃণমূল থেকে সুভাষ দত্তকে এবার টিকিট দেওয়া হয়নি। গোবরডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষ দত্তের পরিবর্তে তৃণমূলে প্রার্থীর টিকিট পেয়েছেন দেবাশীষ চক্রবর্তী।রবিবার বিকালে গোবরডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এক কর্মী সভায় আলোচনার পর দল ছাড়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার নির্দল থেকে নমিনেশন জমা দেবেন।