তৃণমূল দল থেকে বিদায় নিয়েছে হাওড়া প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী
হাওড়ার মানুষের জন্যে যে জল প্রকল্পের কাজ শুরু করেছিলেন হাওড়া প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, সেই প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ না পাওয়ায় এই ভাবেই ক্ষোভ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি “ডাকলে সভাস্থল অপবিত্র হতো না” বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল দলকে প্রাইভেট কোম্পানির সাথে তুলনা করে বলেন এখানে শুধুমাত্র নেতার ঘনিষ্ঠ কারো কথা শুনে চলাই রীতি। অন্য কিছুই দেখা অন্য কিছু দেখা বা শোনা হয়না। চোখ কান ইত্যাদি ইন্দ্রিয় গুলো ঢাকা পড়ে রয়েছে এমন মন্তব্য করেন প্রাক্তন মহানাগরিক। এখানে যারা কাজ করে তাদের এক ঘরে করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়। যারা কাজ করে তারা ব্যাকসিটে চলে যায়। আগামী দিনে যেখানে থেকে মানুষের সেবা করা যাবে, মানুষের কাজ করা যাবে, সেখানেই সে তার পাশেই তিনি থাকবেন বলেও জানান তিনি।