তৃণমূল-বিজেপি সংঘর্ষ উভয়পক্ষের জখম ৫,
পারিবারিক গন্ডগোল পরিকল্পনা করে রাজনৈতিক রং লাগাচ্ছে বিজেপি বসিরহাট পৌরসভার ২১, নম্বর ওয়ার্ডের ট্যাটরা এলাকার ঘটনা। তৃণমূলের জয়ী প্রার্থী রুশা মজুমদার তিনি নাকি জেনারেল ছিলেন। কিন্তু ওই ২১, নম্বর ওয়ার্ডটি এসটি সংরক্ষিত হয় তিনি টাইটেল পরিবর্তন করে এসটি হয়েছেন। এবং সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিযুক্তকে গাড়ি চালানোর ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি অঞ্চলের নেতাকর্মীরা আদালতে অভিযোগ করেন । তারপর নির্বাচন হয়ে গেলে জয়ী হল তৃণমূল প্রার্থী রুশা মজুমদার এই নিয়ে ওখানকার বিজেপি নেতা কর্মী সমর্থকরা আদালতে অভিযোগ করেছেন বলে তাদেরকে পূর্বপরিকল্পিত ভাবে তৃণমূল আক্রমণ করেছে বলে অভিযোগ কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে প্রকার তৃণমূল নেতৃত্ব ।এই নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা গন্ডগোল হয় তৃণমূল প্রার্থী ভোটে জেতার পরে আরো এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছিল। গতকাল রবিবার গভীর রাত্রে এলাকার তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বেধে যায় বাশ লাঠি ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর আক্রমণ শুরু হয় মোট উভয়পক্ষে মোট পাঁচজন জখম। তারমধ্যে দুইজন তৃণমূল কর্মী একজন বিজেপি কর্মী তিনজন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি ।