তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি।তার আগে মোদী শ্রদ্ধা জানালেন অটল স্মৃতি সৌধে।কারা থাকছেন মোদির নতুন মন্ত্রিসভায়?বাংলা থেকে কারা থাকছেন ক্যাবিনেটে ?ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির।এই চা চক্রে যোগ দিতে আমন্ত্রণ পেলেন নীতীশের দল জেডিইউ থেকে লালন সিংহ, রামনাথ ঠাকুর।বাংলা থেকে মোদির চা-চক্রে আমন্ত্রণ পেলেন শান্তনু ঠাকুর।অর্থাৎ ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু।আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী।ডাক পেয়েছেন অর্জুন রাম মেঘওয়াল।ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন।ফের মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।আজ সন্ধে সোয়া ৭টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি।
মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছে না তৃণমূল।