তৃনমুল গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের গোডাউন থেকে ২৪ বস্তা চাল উদ্ধার করল ব্লক প্রশাসন।

তৃনমুল গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের গোডাউন থেকে ২৪ বস্তা চাল উদ্ধার করল ব্লক প্রশাসন।

শুক্রবার নওদা ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের সারের গোডাউন থেকে বস্তা বস্তা চাল উদ্ধার করল নওদা ব্লক আধিকারিক সহ নওদা থানার পুলিশ। অভিযোগ পঞ্চায়েতের ‘স্পেশাল জি আর’ চাল লুকিয়ে রেখেছিলেন মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম রেজা। সেই অভিযোগ পেয়ে গত ২৬ শে জুলাই ওই পঞ্চায়েত প্রধানের ছেলের সারের গোডাউন সিল করে দেয় প্রশাসন। শুক্রবার নওদার ভিডিও সত্যজিৎ হালদার পুলিশ নিয়ে ওই সারের গোডাউন খুলে ২৪ বস্তা চাল উদ্ধার করেন। বিডিও বলেন, ওই চাল অন্য কোন গোডাউনে রাখতে পারেন না পঞ্চায়েত প্রধান। ৭২ ঘন্টার মধ্যে ওই চাল দরিদ্র মানুষকে বিলি করতে হবে। তাছাড়া পঞ্চায়েত প্রধান কিভাবে ওই সারের দোকানে জি আর এর চাল রাখলেন তার কৈফিয়ত চাওয়া হয়েছে বলে জানান বিডিও সত্যজিৎ হালদার। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান সেলিম রেজা বলেন, গত ১৯শে মে তার ছেলের দোকানের সামনে একটি ছোট গাড়িতে করে প্রচুর চালের বস্তা হাজির করা হয়। ওই চাল দোকানে রেখে দিতে বলা হয়। সেই সময় তিনি পঞ্চায়েতের কাজে বহরমপুরে গিয়েছিলেন। বিষয়টির কিছুই জানতেন না তিনি। ওই বিষয় নিয়ে অন্যান্য পঞ্চায়েত সদস্যদেরও বলেছিলেন তিনি। তাছাড়া যে চালের বস্তা গুলি তার ছেলের গোডাউনে রাখা হয়েছিল সেই চাল সমস্তই অক্ষত রয়েছে । ফলে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে জানান পঞ্চায়েত প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =