তেলের ট্যাঙ্কারে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক ব্যক্তির।

বাসন্তীর ঘটনা। মঙ্গলবার রাতে বাসন্তী থানার কাঠালবেরিয়া অঞ্চলের একটি পেট্রোল পাম্পে তেল খালি করে ট্যাঙ্কারের ঢাকনা লাগাতে উঠেছিলেন হাফিজ শেখ(৫০) নামে এক ব্যক্তি। হঠাৎই ট্যাঙ্কারের ছাঁদ থেকে পড়ে যান তিনি।গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে শিমুলতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বজবজ থেকে বাসন্তীর কাঠালবেরিয়া পাম্পে তেল খালি করতে এসেছিলেন।ঠিক তখন এই দুর্ঘটনা ঘটে।দেহটি উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 3 =