তেল ট্যাংকারের ধাক্কায় মহিলার মৃত্যু, উত্তেজিত জনতার পথ অবরোধ।

তেল ট্যাংকারের ধাক্কায় মহিলার মৃত্যু, উত্তেজিত জনতার পথ অবরোধ।

অবৈধ পার্কিংয়ের দাঁড়িয়ে থাকা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করে। গাড়ির সামনে হেঁটে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে, সাথে সাথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। স্নেহলতা প্রামানিক (৪৮) নামে ওই মহিলা মেয়ের বাড়ি সবজি নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার হলদিয়া মেচেদা ৪১নং জাতীয় সড়কে রামতারক এলাকায় সকালে আত্মীয়র ঘরকে সবজি দিতে যাওয়ার সময় রাস্তার ধারে একটি তেল ট্যাংকার ধাক্কা মারে মহিলাকে। উত্তেজিত এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে। এলাকাবাসীদের মূলত দাবি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা থাকে। আর তার জেরে এই দুর্ঘটনা। রাস্তার উপরে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ চলে অবরোধ। ঘটনাস্থলে তমলুক থানা এবং কোলাঘাট থানার পুলিশ পৌঁছায়। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অবরোধ তুলে যানচলাচল স্বাভাবিক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 12 =