তেহট্টে গুলিবিদ্ধ প্রাক্তন পঞ্চায়েত সদস্য।
নদীয়ার তেহট্টে এবার গুলিবিদ্ধ প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা আজিজুল সেখ।পুলিশ সূত্রে খবর,গতকাল রাতে অন্যান্য দিনের মতোই বাইকে করে বাড়ী ফিরছিলেন তিনি।ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।রাত ৯ টা নাগাদ শ্রীরামপুর দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাকে লক্ষ্য করে গুলি চালাতেই আজিজুল চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।তাকে কি উদ্দেশ্য নিয়ে গুলি করা হলো বা কারা কেন গুলি চালালো সেই বিষয় স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে।তবে ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।
