উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করায় স্কুলের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের অসহায় মানুষদের হাবড়া মডেল হাইস্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আর এই মুহূর্তে ওই স্কুলে পরীক্ষা চলছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, অধিকাংশ পরীক্ষাই শেষ হয়ে গেছে। কিন্তু আগামীকাল থেকে আর পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে দুটি পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের রুটিন ক্লাস বন্ধ রাখা হয়েছে। মানবিক কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে স্কুলের অন্যান্য অফিসিয়াল কাজকর্ম চলবে। পরবর্তী সরকারি সিদ্ধান্ত এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা হবে।