দঃ ২৪ পরগনার মগরাহাটের আমরা তলায় জোড়া খুন
দঃ ২৪ পরগনার মগরাহাটের আমরা তলায় জোড়া খুন।খুন হয় দুই যুবক ।তাদের মধ্যে বরুণ বৈদ্য নামে একজন সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে। গরু-মহিষের হাড় দিয়ে তৈরি স্যারের কারখানার মধ্যে এই খুন করা হয়েছে ।কি কারণে কোন তা এখনও পরিষ্কার নয়। গলা কেটে গুলি করে খুন করা হয়েছে। অপর একজন যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। এলাকা এলাকায় ব্যাপক উত্তেজনা।
