দক্ষিণ দিনাজপুরে পূজামণ্ডপে অভিনব ভাবনা।
ক্যারিব্যাগ মুক্ত সমাজ গড়তে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাট তথবা জুটের সামগ্রী মানুষ যাতে ব্যবহার করে সেই সচেতনা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবছর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ এলাকার সুহৃদ সংঘের প্রচেষ্টা।এবারে তাদের পূজা ৭১ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের পূজা মন্ডপ তৈরি করা হয়েছে পাট ও পাটের তৈরি বস্তা দিয়ে।করোনা অতিমারির কারণে বড় ধরণের পূজা মন্ডপ তৈরি না করে সরকারি নিয়ম মেনে খোলা আকাশের নিচে করোনা বিধি মেনে পূজা মন্ডপ হয়।