দক্ষিণ ২৪ পরগনার কেদারপুরে ম্যানগ্রোভ নষ্ট করে মাছের ভেড়ি, লিজ দেওয়ার অভিযোগ,তদন্তে বনদপ্তর।

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কেদারপুর এলাকায় প্রায় ১০ বিঘা জমির ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি তৈরি করে লিজ দেওয়ার অভিযোগ প্রধান ও উপ-প্রধানের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ বনদপ্তরের লাগানো ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি তুলে তৈরি করা হয়েছে ফিসারির বাঁধ। নদী বাঁধ সংস্কারে করা হয়েছে বলে ফলক লাগানো হয়েছে ফিশারির বাঁধে।কিন্তু প্রকৃত নদীবাঁধে মাটি না দিয়ে সরকারি টাকায় ফিসারির বাঁধ তৈরি করা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত এলাকায় ম্যানগ্রোভ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন, ঠিক তখনই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করা হচ্ছে মাছের ভেড়ি।এই খবর পাওয়ার পর কাল বিলম্ব না করে বনদপ্তরের বিভিন্ন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ম্যানগ্রোভ লাগানো সংরক্ষিত এলাকা থেকে কেন মাটিকাটা হয়েছে সে বিষয়ে এলাকা বাসী এবং ফিসারি লিজ নেওয়া ব্যক্তি সদয় শিটের সঙ্গে কথা বলেন, তাকে নির্দেশ দেন অতিস্বত্তর ফিসারিতে জোয়ার-ভাটা খেলার ব্যবস্থা করতে ফিশারির বাঁধ যেন কেটে দেওয়া হয় । কারণ হিসাবে বনদপ্তর আধিকারিকরা জানান জোয়ার-ভাটা না খেললে ভিতরে যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলি মারা যাবে। সেইসঙ্গে আধিকারিকরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।তবে খবর পেয়ে বনদপ্তর আসায় খুশি এলাকার মানুষ। অভিযুক্ত ব্যক্তিরা জাতীয় অতিসত্বর শাস্তি পান তাঁর দাবি তোলেন। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি হবে এই আশ্বাস দেন বনদপ্তর আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =