দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সরদারপাড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ।
বিস্ফোরণে পুড়ে খাক গোটা বাড়িটি। বাড়িতে বোমা মজুত রাখা ছিল বলেই প্রাথমিক দাবি পুলিশের। সেই বোমা বিস্ফোরন ঘটে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছে পুলিশ। বাড়িতে বোমা মজুত রাখার ঘটনায় বাড়ির মালিক হামিজ উদ্দিন সরদার নামে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
