দত্তপুকুরে মেহগনি গাছ পড়ে জখম টোটো চালক।

দত্তপুকুরে মেহগনি গাছ পড়ে জখম টোটো চালক।

গাছের তলায় চাপা পড়ে গুরুতর জখম টোটো চালক। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের চালতেবেরিয়া যশোর রোডে। এদিন সন্ধ্যা নামতেই প্রচন্ড ঝড় ওঠে। সেই মুহূর্তে যশোর রোডের উপর দিয়ে যাচ্ছিল এক টোটো চালক। হঠাৎই ঝড়ের মধ্যে একটি প্রকাণ্ড মেহগনি গাছ পড়ে যায় চলন্ত টোটোর উপরে।টোটো চালক গুরুতর জখম।বারাসাত সদর হাসপাতালে টোটো চালক চিকিৎসাধীন। গাছ পড়ে কার্যত যশোর রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 5 =