দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের রথতালা মহিমতি পাড়ায় একটি গোয়াল ঘরে গতকাল সন্ধ্যায় বেশ কিছু বোমা মজুদ করা ছিল।
দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের রথতালা মহিমতি পাড়ায় একটি গোয়াল ঘরে গতকাল সন্ধ্যায় বেশ কিছু বোমা মজুদ করা ছিল হঠাৎ সেই বোমা ফেটে যায়।একটি প্লাসটিকের চাল উড়ে যায় মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দত্তপুকুর থানার পুলিশ বাহিনী। বিরোধীদের অভিযোগ সামনে পঞ্চায়েত ভোট তার জন্যই এখন থেকে বোমা মজুদ করা হচ্ছিল। অপরদিকে পুরো বিষয়টাই অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান। ঘটনাস্থলে সংবাদ মাধ্যম গেলে খবর করতে বাধা দেওয়া হয়।
