দত্তপুকুর থানা এলাকার জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডলের খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুই।
শনিবার দত্তপুকুর থানা ধৃত ওই ২জন কে নিয়ে বারাসত আদালতে তোলে।গত কাল রাতে বারাসত থানাতে ওই দুই অভিযুক্ত কে রেখেছিলো । দত্তপুকুর থানার পুলিশ বারাসত থেকে নিয়ে আদালতে তোলে ।।দত্তপুকুর থানার কাশিমপুর এলাকার জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডলের খুনের ঘটনায় আগেই তিন জন কে গ্রেফতার করে ছিলো পুলিশ ।আজ আরো দুই, বিশু মজুমদার ও মনোজিৎ দাস নামে দুই অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ । প্রসঙ্গত ২৭ জুন ভর সন্ধ্যায় দত্তপুকুরে জমি ব্যবসায়ী মন্মথ মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে বিশু মজুমদার , মন্মথ মন্ডলএর ব্যবসায়িক পার্টনার। ব্যবসায়ী বিবাদের কারণেই প্রাথমিকভাবে খুন বলে মনে করছে পুলিশ।
