দফায় দফায় বনধ নদীয়া জেলাতেও।

দফায় দফায় বনধ নদীয়া জেলাতেও।

কৃষক আইন বাতিলসহ একাধিক দাবি নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে গোটা দেশজুড়ে চলছে ধর্মঘট। নদীয়া জেলাও তার ব্যতিক্রম নয়।সকাল থেকেই গোটা নদীয়া জেলা জুড়ে ধর্মঘটে রাস্তায় যানবাহনের সংখ্যা প্রতিদিনের তুলনায় কম।সকাল থেকেই নদীয়া জেলার বিভিন্ন রাস্তায় নেমে বনধের সমর্থনে পথ অবরোধ করেছেন বামকর্মী সমর্থকরা। নদীয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, সহ একাধিক জায়গার বাজারগুলিতে বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা গেছে বাম কর্মীদের।বাম সমর্থকদের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে কৃষি আইন তার বিরোধিতা করে এই ধর্মঘটকে সমর্থন করেছে।যেভাবে নতুন কৃষি বিল পাস করা হয়েছে তাতে কৃষকদের সর্বনাশ ডেকে এনেছে বর্তমান কেন্দ্রীয় সরকার।এর পাশাপাশি বাম কর্মীদের দাবি ,যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামছাড়া, তা অবিলম্বে কমাতে হবে।এছাড়াও একাধিক দাবি নিয়ে মূলত এই ধর্মঘট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 5 =