দফায় দফায় বিক্ষোভ গোটা হুগলী জুড়ে, বনধের মিশ্র প্রভাব।

দফায় দফায় বিক্ষোভ গোটা হুগলী জুড়ে, বনধের মিশ্র প্রভাব।

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে দেশ জুড়ে বনধে মিশ্র প্রভাব পড়ল হুগলী জেলায়। সকাল থেকে বিক্ষিপ্তভাবে মিছিল,পিকেটিং ও অবরোধে সামান্য কিছুক্ষণ বন্ধ রইল পরিষেবা।চুঁচুড়া বাস টার্মিনাসে ভারত বনধের জের।সকাল থেকে কোনো প্রকার বাস চলেনি রাস্তায়।বনধ্ সমর্থকরা পিকেটিং করে বাস চালকদের বনধ্ সমর্থন করতে আবেদন করেন।
চুঁচুড়া রবীন্দ্রনগরেও জিটি রোড অবরোধ বনধ্ সমর্থকদের।রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।দফায় দফায় চলে বিক্ষোভ।
হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে রেল অবরোধ করে বনধ্ সমর্থকরা।
এদিন ডানকুনি রেল ওভার ব্রীজের সামনে টিএন মুখার্জী রোডে আগুন জালিয়ে অবরোধ করে বনধ্ সমর্থকরা।
দুর্গাপুর রোড ডানকুনি চৌমাথাতেও অবরোধ হয় কিছুক্ষণের জন্য।
পান্ডুয়া স্টেশনে রেল অবরোধ করে বনধ্ সমর্থকরা।অবরোধ তুলতে গেলে রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
বৈঁচির জিটি রোডেও অবরোধ করে তারা।
একইসঙ্গে হুগলীর উত্তরপাড়াতেও অবরোধ করা হয় বনধের সমর্থনে।কার্যত সকাল থেকেই উত্তপ্ত হুগলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 16 =