দলের অন্দরেই এবার অস্বস্তি বাড়ালেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি বিজেপির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্য আসতে শুরু করেছে।একের পর এক বিরোধী মন্তব্য ,দলের মধ্যেই কাদা ছোড়াছুড়ি চলছে। দলের মধ্যে নেতা-নেত্রীদের তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন বিজেপি নেতা থেকে কর্মীরা। দলের মধ্যেই আরো একটু অস্বস্তি বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী।দলের জেলা সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি।জেলার মন্ডল সভাপতিদের নাম ঘোষণার দিনই তিনি এই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান।একইসঙ্গে দলের জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা। গ্রুপ ছেড়েছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি তথা নন্দীগ্রামের যুব বিজেপি নেতা সাহেব দাস ও। কার্যত একের পর এক বিরোধী মন্তব্য থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া বঙ্গ বিজেপিতে এক অশনী সংকেতের আভাস দিচ্ছে।