দলের দেওয়া গুরুদায়িত্ব পালন করার কারনে, সময় কম পেলেও, এখনো মইয়ে ওঠে ফ্লেক্স ব্যানার টাঙ্গানো দেওয়াল লিখনে পটু পৌরপতি
১৯৯৩ সালে কংগ্রেসে পরবর্তীতে ১৯৯৮ সালে, কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূল গঠনের পরে ধীরে ধীরে একুশে জুলাইও, কংগ্রেস তৃণমূলের কর্মসূচি হয়ে দাঁড়ায়। শহীদদের তর্পনের সাথে দলনেত্রীর নতুন সিদ্ধান্ত, আগামীর কর্মসূচি, এক বছরের অনুপ্রেরণা নিয়ে নতুন ভাবে পথ চলার আবেগে গ্রাম গ্রামান্তর থেকে শহর মফস্বল তলায় যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকেন সভা সমিতি বৈঠক প্রচার দেওয়াল লিখন ফেস্টুন ব্যানার নানান প্রচারের মাধ্যমে।
শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে, চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজের হাতে লিখলেন দেওয়াল। জানালেন, চেয়ারম্যান হওয়ার আগে বিগত বছরগুলি এভাবেই কর্মী সমর্থকদের সাথে দেওয়াল লিখে বেড়াতেন এক মাস ধরে। দলের গুরু দায়িত্ব দেওয়ার পর থেকে সময় অভাবে এতদিন উপস্থিত থাকতে পারেন না, তবে সময় সুযোগ পেলেই, এখনো মইয়ে উঠে ফ্লেক্স ব্যানার টাঙ্গানো ,দেয়াল লিখনে অংশ গ্রহণ করেন।