দশমীর ভোররাতে কাটোয়ায় ঘটল অঘটন, প্রতিমার গা থেকে খোয়া গেল লাখ টাকার গহনা।
নবমীর নিশি শেষে দশমীর ভোররাতে কাটোয়ায় ঘটল অঘটন।পুজো মন্ডপের প্রতিমার গা থেকে খোয়া গেল অলঙ্কার।নবমীর দিন পুজোর পর দরজায় তালা বন্ধ করে বাড়ি চলে যান এলাকাবাসীরা।এদিন ভোরে মন্দিরের দরজা খুলতে গেলে এলাকাবাসীরা দেখেন দরজার তালা খোলা। মন্দিরে ঢুকেই তারা দেখতে পান মায়ের গায়ের গহনা নেই।করজ গ্রামের ঘোষপাড়ায় এই পূজাটি ৫৩ বছর ধরে চলে আসছে। মায়ের প্রতি বিশ্বাস থাকায় অনেকে মানত করে নানা রকম সোনা ও রুপার অলংকার তুলে দেয়। সেই সমস্ত মানুষদের অলংকার নিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার অলংকার চুরি যায়।
সকালেই খবর দেওয়া হয় কাটোয়া থানায়।ঘটনাস্থলে যায় কাটোয়া থানার পুলিশ।
তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।