দাঁতনে রেশন নেওয়াকে কেন্দ্র করে বচসা,প্রতিবেশীর কান কাটলো প্রতিবেশী।
রেশন নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার চক ইসমাইলপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উক্ত এলাকার বাসিন্দা পল্টু নায়েক রেশন নিতে যায়। কিন্তু আধার কার্ড ও বেশকিছু কাগজপত্রের ভুল ক্রটি থাকার কারণে লিংক করা নিয়ে সমস্যা হয়। তখনই পল্টুর সঙ্গে বচসা শুরু হয় রেশন ডিলারের। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী ভাগবত বেরা নামে এক ব্যক্তি।ঘটনায় ভাগবত বাবু পল্টুকে কাগজপত্র ঠিক করে পরে রেশন নিতে বলায় পল্টু ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির বামদিকের কানে সজোরে আঘাত করে। তখন বাম দিকের কান কেটে রক্তাক…
