দাদা কামব্যাক সুপারস্টার,তিনি সেইভাবেই আবার কামব্যাক করবেন, বললেন লক্ষ্মীরতন শুক্লা।
“দাদকে দেখে আমরা বড় হয়েছি,উনি আমাদের আদর্শ।দাদার সাথে এত বছর দেশের,রাজ্যের হয়ে খেলেছি,আই পি এল খেলেছি,দাদাকে কোনদিন অসুস্থ হতে দেখিনি।দাদকে কালকে হাসপাতালে দেখে খুব কষ্ট হয়েছিল।তবে দাদা কামব্যাক সুপারস্টার, তিনি সেইভাবেই আবার কামব্যাক করবেন।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আবেগ,নিজের অনুভূতি এইভাবেই তুলে ধরলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।তিনি বললেন, “অসুস্থ বোধ করার সাথে সাথেই যেভাবে নিজেই ডক্টরকে ফোন করে নিজের চিকিৎসার ব্যাবস্থা করেছেন তাও ওনার অফস্টাম্পের বাইরের স্ট্রোকের পারফেক্ট টাইমিং এর সাথেই তুলনা করা যায়।দাদা আমাদের প্রেরণা,ওনাকে দেখে অনেক কিছুই শিখেছি।” রবিবার সকালে এল আর এস ক্রিকেট কোচিং সেন্টারে দাঁড়িয়ে এইভাবেই অসুস্থ বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষীরতন শুক্লা।