ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদহের মোথাবাড়ি থানার রামনাথপুর এলাকায়।অভিযোগ অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ডাক্তার দেখার নাম করে নিয়ে গিয়ে জোরপূর্বক ভাবে সম্পত্তি বাবার কাছ থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। তারপর অভিযুক্ত সেই ছেলে দলবল নিয়ে এসে বাড়িতে চরাও হয়ে বাড়ির দাদা, বৌদির সহ অন্যান্য সদস্যদের বাড়ি থেকে বের করানোর অভিযোগ। দাদা ভাইয়ের কাজে সমর্থন না করে প্রতিবাদ করতে গেলেই ভাই দাদা ওর বৌদিকে লাঠি হাসোয়া ,শিলনোড়া দিয়ে ব্যাপক মারধর করে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে গুরুতর আহত অবস্থায় দাদা ও বৌদিকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে ভাই। আহত দাদার নাম রতন মন্ডল ,বৌদির নাম বিউটি মন্ডল। জানা যায় এলাকার বাসিন্দা ভূপেন মন্ডল তার তিন ছেলে। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। ছোট ছেলে তিন দিন আগে চিকিৎসার জন্য ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বার করে এবং ডাক্তার না দেখিয়ে বাবার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেয়। এদিকে বৃহস্পতিবার রাত্রে ছোট ছেলে দলবল নিয়ে বাড়িতে এসে চড়াও হয়। এবং বাড়ির সদস্যদের বাড়ি থেকে বার করার চেষ্টা করে। তখনই বড় দাদা রতন মন্ডল বৌদি বিউটি মন্ডল আপত্তি করলে তাদের উপরে মারধর করা হয় হাসোয়া, লাঠি , শিলনোড়া দিয়ে মারধর করা হয় তাদের দুজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়।। মেজ ভাই কুমুদ রঞ্জন মন্ডল বাধা দিতে গেলে তার উপরও মারধর করা হয় বলে অভিযোগ। মেজো ভাই কুমুদ রঞ্জন মন্ডল বলেন অভিযুক্ত ছোট ভাই লালচাঁদ মন্ডল দশ বিঘা সম্পত্তি বাবার কাছ থেকে লিখিয়ে নেয়। আর বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদ করলেই তাদেরকে মারধর করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি মোথাবাড়ি থানায় জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু অভিযুক্ত লালচাঁদ মন্ডল এলাকা ছেড়ে পালিয়েছে।