দাদুর মৃত্যুর ঘাট কর্ম ক্রিয়া কাজ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই বোন।

দাদুর মৃত্যুর ঘাট কর্ম ক্রিয়া কাজ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই বোন।

রানাঘাট থানার মুকুন্দনগর ঘাট এর ঘটনা। অর্পিতা গুহ(২৭), রিয়া গুহ (২৫).. তাদের বাড়ি চাকদা থানার বিবেকানন্দ পল্লীতে… ১১ দিন আগে দাদু মারা যায় তার পরলৌকিক কর্ম ক্রিয়া করতে ঘাটে আসেন পরিবারের সকলে। স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বোন এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =