এই ঝড়গুলি তৈরি হওয়ার অনেক আগে থেকেই তাদের নাম ঠিক হয়ে যায়। তার আবার নির্দিষ্ট নিয়মও আছে। এমনকী দানার পরও পরবর্তী ঘূর্ণিঝড় কি আসতে চলেছে সেই নামও ঠিক হয়ে আছে। এবারের ঘূর্ণিঝড় দানার এই নামকরণ করে ছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯ টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। ভারত মহাসাগর ও তার লাগোয়া সাগরগুলি থেকে তৈরি হওয়া ঝড়গুলির নাম দেয় ১৩টি দেশ।
সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। দানার পরের ঘূর্ণিঝড়টির নাম হবে ‘ফেইনজাল’ এই নামটি সৌদি আরবের দেওয়া। তার পরের ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’ নাম দিয়েছে শ্রীলঙ্কা। এরপর যে ঘূর্ণিঝড় আসবে তার নাম তাইল্যান্ডের দেওয়া ‘মন্থ’।