দাবি মেনে মোটর বাইক দেওয়া হয়নি, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামী-‌সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

দাবি মেনে মোটর বাইক দেওয়া হয়নি, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামী-‌সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

 

ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশ বাজারে। মৃতার পরিবারের অভিযোগ, মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। পরে রক্তাক্ত অবস্থায় বিছানাতে ফেলে রেখে পালায় অভিযুক্তরা।ঘটনাটি সোমবার রাতের।মৃতার নাম রুবি বিবি(‌২১)‌। ইংলিশবাজার থানার কেষ্টপুরে শ্বশুরবাড়ি তার।বছর দুয়েক আগে পেশায় রাজমিস্ত্রি অভিযুক্ত স্বামী মেরাজুল শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৮ মাসের পুত্রসন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে অভিযুক্ত স্বামী একটি মোটর বাইকের দাবি করে। কিন্তু গরিব মেয়ের বাবার পক্ষে বাইক দেওয়া সম্ভব হয়নি। মৃতার বাপের বাড়ি মালদা থানার বলাতুলি এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় রুবিকে মালদা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মৃতার বাবা মৈবুল শেখ অভিযোগ করে বলেন, ‘‌বিয়ের পর থেকেই জামাই মেয়ের ওপর নানা অছিলায় অত্যাচার চালাতো। মাস ছয়েক আগে জামাই বাইক দাবি করে।’কিন্তু তার পক্ষে তা দেওয়া সম্ভব নয় জানিয়ে দিয়েছিলেন তিনি। একথা জানার পর থেকে মেয়ের ওপর অত্যাচার বাড়িয়ে দেয় জামাই। মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =