দামে সস্তা খেতে সুস্বাদু নৈহাটির বিখ্যাত চপের দোকান।
চপের প্রতি সকলেরই দুর্বলতা বহু পুরনো।সময় গড়িয়েছে, সন্ধ্যের টিফিন তালিকায় বহুদিন আগেই ঢুকে পড়েছে পিৎজা,বার্গার,
স্যান্ডউইচের মতো বিদেশি খাবার।কিন্তু তেলেভাজার কদর আজও কমেনি।আড্ডা থেকে অতিথি আপ্যায়নে চপের ভূমিকা এখনও একইরকম রয়ে গিয়েছে।আপনিও যদি সেই তেলেভাজাপ্রেমী হন,তা হলে আপনার জন্য থাকল নৈহাটির বুকে হাজিনগরের বিখ্যাত চপের দোকানের সাতকাহন।২১বছরের পুরনো নৈহাটির চপের দোকানের কদর আজও অমলিন।সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে দোকান।এই দোকানের বিশেষত্বই হলো দামে সস্তা খেতে সুস্বাদু। যার টানে সকাল থেকেই দোকানের সামনে পরে লম্বা লাইন।আলুর চপ, পেঁয়াজি,ফুলুরি,বেগুনি,
ভেজ পকোড়া হরেক রকমের চপ তৈরি হয় এই দোকানে।তারা জানান ভোর ৪টে থেকেই চপ তৈরির প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়।তাই বিকেলে চপ-মুড়ি-চায়ের সঙ্গে আড্ডাপ্রিয় বাঙালী থেকে অবাঙালী প্রত্যেকেরই অন্যতম টান হল নৈহাটির হাজিনগরের চপের দোকান।