দামোদরে স্নান করতে নেমে জলে ডুবে সেনা কর্মীর মৃত্যু।

দামোদরে স্নান করতে নেমে জলে ডুবে সেনা কর্মীর মৃত্যু।

দামোদরের জলে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক সেনা কর্মীর। পুলিশ জানিয়েছে মৃত সেনা কর্মীর নাম নারেলা রবীন্দর(৪০)। ওই সেনা কর্মীর বাড়ি মহারাষ্ট্রে। পানাগড় সেনা হাসপাতালের সেনাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে কয়েকজন সহকর্মীর সাথে বাঁকুড়ার সোনামুখী থানার রনডিয়ায় ঘুরতে আসেন নারেলা রবীন্দর নামে ওই সেনা। ঘুরতে এসে রনডিহা দামোদরের জলে স্নান করতে নেমে সকলের সামনে তলিয়ে যায় নারেলা রবীন্দর। প্রাথমিক ভাবে সহকর্মীরা ওই ব্যাক্তির খোঁজে জলাধারে তল্লাশি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও নারেলার খোঁজ না পেয়ে সহকর্মীরাই সোনামুখী থানায় খবর দেন। পরে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রনডিহা জলাধারের জল থেকে নারেলার মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ওই সেনা কর্মীর মৃত্যুর পিছনে অন্য কোনো কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 11 =