দায়িত্ব পেয়েই মাঠে নামলেন হাওড়ার নতুন পুলিশ কমিশনার।

বিজেপির মুখপাত্র নুপুর শর্মার পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কার্যত উত্তাল হয়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতি। উত্তাল হয়ে গেছে গোটা দেশ।ইতিমধ্যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা হাওড়া। বিভিন্ন জায়গায় চলছে অবরোধ। নুপুর শর্মার ফাঁসির দাবিতে ক্ষোভে ফেটে পড়েছে বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিক্ষোভকারীদের। কার্যত বিধ্বস্ত পরিস্থিতি হাওড়া জেলা জুড়ে ।ইতিমধ্যেই সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়ায় নেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। হাওড়ার পাশাপাশি মুর্শিদাবাদেও নেট পরিষেবা ইতিমধ্যেই বন্ধ রয়েছে। এরই মাঝে হাওড়ার পুলিশ কমিশনার পদে বদল আনা হয়েছে ।হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। গতকাল তিনি হাওড়ার পুলিশ কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। আর দায়িত্ব পেয়েই রাতেই হাওড়ার বিভিন্ন স্পর্শকাতর এলাকা ঘুরে দেখলেন হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + seven =