দিনের পর দিন রেশন না পেয়ে বিক্ষোভ গ্রাহকদের
জলপাইগুড়ি নয়াবস্তির এলাকার ঘটনা । গত ৫-৬ দিন থেকে রেশনের সামগ্রী নিতে এলেও রেশন পাচ্ছেন না গ্রাহকরা। রেশন দোকানদারের দাবি রেশন দেবার নতুন যে পদ্ধতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পদ্ধতি মেনে রেশন দিতে গিয়েই সমস্যা হচ্ছে।মাঝে মাঝে মেশিন খারাপ হয়ে যাবার দরুন এই সমস্যা বাড়ছে। রেশন না পেয়ে দোকান বন্ধ করে দিলেন গ্রাহকরা।
গ্রাহকরা অভিযোগ করে বলেন, আমাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে বলা হয়েছে , আমরা তা করেছি।এরপর আঙ্গুলের ছাপ দেওয়ার কথা বলা হয়েছে সেটাও করা হয়েছে। তারপরেই আমরা দিনের পর দিন রেশন পাচ্ছি না।দুয়ারের রেশনের দোকানে গিয়েই রেশন পাইনি।আমাদের মোবাইলে ওটিপি আসবে তারপর আমরা রেশন পাব জানানো হচ্ছে রেশন দোকানের থেকে।এদিকে ওটিপি আর আসছে না।ফলে আমরা রেশন পাচ্ছি প্রতিদিনই ঘুরে যাচ্ছি।
এদিন রেশন দোকানে বিক্ষোভের ফলে কোতয়ালি থানা থেকে পুলিশ বাহিনী চলে আসে পরিস্থিতি সামাল দিতে। এরপর সমস্যা মেটানোর আশ্বাস দেবার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।
