রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে । যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন ? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।”দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি বলেন, “বিকৃত ভাবনা এবং বিকৃত ভাষা।কোনও সুস্থ রাজনৈতিক লোকের মুখে এই ভাষা শোভা পায় না। কাকে বলছেন সেটিং ? কীসের সেটিং ? আপনারা তো কেন্দ্রে রয়েছেন। আপনার দলের নেতা অমিত শাহ-নরেন্দ্র মোদি। সিবিআই তো তাঁদের আন্ডারে। তাহলে কি দিলীপ ঘোষ খুঁচিয়ে বলে দিলেন, শুভেন্দু অধিকারী সেটিং করে সিবিআইয়ের এফআইআরের বাইরে আছেন ? দিলীপদা-র কী আসলে কহি পে নিগাহে, কহি পে নিশানা। উনি কি চাইছেন, সিবিআই নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য শুভেন্দুকে গ্রেফতার করুক। শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ।” কার্যত ইডি সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে উত্তপ্ত রাজনীতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − one =