দিল্লির জহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় তমলুক থেকে গ্রেপ্তার ১।
দিল্লি জাহাঙ্গীরপুরীতে কদিন আগেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়।এই ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। সেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার অন্যতম চক্রী।বৃহস্পতিবার তমলুক থেকে ফরিদ ওরফে নেটু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা।
পুলিশ সূত্রের খবর, জহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল ফরিদের। সূত্রের খবর ,ওই ঘটনার পর ট্রেন ধরে তিনি হাওড়ায় পালিয়ে আসেন।তার পর সেখান থেকে বাস ধরে সোজা চলে যান তমলুকে আত্মীয়ের বাড়িতে।ওখানেই এত দিন লুকিয়ে ছিলেন তিনি। এর পর মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানাচ্ছেন পুলিশ সূত্র।