দীঘায় ফের জলচ্ছাস শুরু হল।

দীঘায় ফের জলচ্ছাস শুরু হল।

র্নিমার ভরা কোটালে দীঘায় ফের জলচ্ছাস শুরু হলফল স্বরুপ সকাল থেকে জলোচ্ছ্বাসে মেতে উঠেছে বেড়াতে আসা পর্যটকেরা সঙ্গে তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। । অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরত রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ। রয়েছে উদ্ধারকারী দলও। সতর্কতার জন্য চলছে মাইকিং ও। যাতে উৎসুক পর্যটকরা কোনমতে পা ভেজাতে সমুদ্র না নেমে পড়েন তার জন্য গাড়োয়াল বরাবর দড়ি দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + nineteen =