দীঘায় উত্তাল সমুদ্র,ভাসল একাধিক এলাকা।

দীঘায় উত্তাল সমুদ্র,ভাসল একাধিক এলাকা।

ভরা কোটাল সাথে পূর্ণিমা।ফলত হু হু করে বাড়ছে জলস্তর।বুধবার ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সাথে সাথেই দিঘা সহ মন্দারমনিতে উত্তাল সমুদ্র।সমুদ্রের উত্তাল ঢেউ নারকেল গাছের উপর দিয়ে উপচে পড়েছে।পাশাপাশি পূর্ণিমার কারণে জলস্তর ক্রমাগত বাড়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গঙ্গার উপকূলবর্তী এলাকা।জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। দীঘার চিত্রটাও কিছুটা একই রকম।দিঘার কাছে উদয়পুর সমুদ্রতটে যশের ধ্বংসলীলার সাক্ষী থাকলো গোটা বাংলা। ভেঙ্গে গিয়েছে বহু পাঁকা ছাদ। একাধিক ঝুপড়ি মাটিতে মিশে গেছে।তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি।ঢেউয়ের তোড়ে সমুদ্রের ধারের বোল্ডার ভেসে গিয়েছে বহুদূর।প্রবল জলোচ্ছ্বাসে দিঘায় জলমগ্ন পাকা বাড়ি।বহু মানুষ ঘরছাড়া।তবে দীর্ঘ চার ঘন্টার পর শেষ হয়েছে ঘূর্ণিঝড় যশের ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =