দীপাবলিতে ২ ঘণ্টা পোড়ানো যাবে পরিবেশবান্ধব আতশবাজি।
দীপাবলিতে শর্তসাপেক্ষে বাজি পোড়ানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কালীপুজোর দিন শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টার মধ্যে পোড়ানো যাবে পরিবেশ বান্ধব আতসবাজি। শব্দবাজির সঙ্গে সঙ্গে অন্য সমস্ত রকমের বাজি এরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের দিনগুলিতেই শুধুমাত্র বাজি বিক্রি করা যাবে বলেও জানানো হয়েছে।কালীপুজোয় মাত্র ২ ঘণ্টা পাওয়া যাবে পরিবেশবান্ধব বাজি পোড়ানোয়। ছটপুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত পোড়ানো যাবে পরিবেশবান্ধব আতসবাজি।কোনওরকম শব্দবাজি বাজি পোড়ানো যাবে না।বড়দিন এবং বর্ষবরণ উদযাপনেও বাজি পোড়ানোয় সবুজ সংকেত পর্ষদের।তবে ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর রাতে ৩৫ মিনিটের জন্য বাজি পোড়ানোয় মিলেছে ছাড়।করোনা রোগীদের কথা ভেবেই এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।