দীপাবলি সহ বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম ও সামসেরগঞ্জ থানার পুলিশ।
সোমবার সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন একটি মাঠে বাজিগুলো নিষ্ক্রিয় করা হয়।এসময় বোম স্কোয়াড টিমের পাশাপাশি ফায়ার ব্রিগেড সহ পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কালিপুজো সহ বিভিন্ন উৎসবে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সেসমস্ত প্রায় ১৮০০ প্যাকেট বাজি নিষ্ক্রিয় করা হয়।
