দীর্ঘদিন ধরে বৃষ্টিতে রাস্তায় জল জমে থাকায় নাজেহাল এলাকাবাসীরা।
রঘুনাথগঞ্জে ২ নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত ইমামনগর দস্তামারা গ্রামের মূল রাস্তা সহ ওই অঞ্চলের বেশকিছু রাস্তা জমা জলে নাকাল এলাকাবাসী। বর্ষার শুরুতেই রাস্তাটি বেহাল হয়ে পড়ে। পরবর্তীতে লাগাতার বৃষ্টির ফলে কয়েকশো মিটার রাস্তায় জল জমে যায়। হাঁটু পর্যন্ত জলে একরকম বাধ্য হয়েই চলাচল করছে এলাকার মানুষ। এই রাস্তা দিয়ে যেতে হয় সেকেন্দ্রা হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, সবজিবাজার ও স্বাস্থ্য কেন্দ্র। অথচ গত দুমাস থেকে এর কোনো সুরাহা হয়নি। জমা জল নোংরা হয়ে আবর্জনা জমে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়।স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে জমা জলের জন্য ডেঙ্গু থেকে মশাবাহিত রোগ জন্ম নিতে পারে কিন্তু তা সত্ত্বেও সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর কোন সুরাহা করছে না বলে অভিযোগ স্থানীয়দের।সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি নীচু আর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সমস্যা দেখা দিয়েছে তাও তারা বিষয়টি দেখবে বলেও আশ্বাস দেন।