শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এক বছর আগে গ্ৰেপ্তার হয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, দীর্ঘ এক বছর জেল বন্দি থাকলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত হওয়ার পর,তার নিজের পেশা শিক্ষকতায় ফিরলেন।শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিনে মুক্ত হওয়ার পর নিজের বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের মাছের শোষণ প্রক্রিয়া পড়াচ্ছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।প্রসঙ্গত,দুর্নীতি কাণ্ডে রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জেলে।নিয়োগ তদন্ত প্রক্রিয়ায় তথ্য প্রমাণ ও অসহযোগীতার জন্য গ্রেপ্তার করা হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত তিনি।ইতিহাস তার বিষয় হলেও,শিক্ষক না আসায় জীবন বিজ্ঞানের পাঠ দিচ্ছেন বিধায়ক।মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও বীরভূমের নানুর ব্লকের দেবগ্রাম হাই স্কুলের শিক্ষক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 2 =