দীর্ঘ কয়েক বছর ধরে পড়ে কৃষ্ণনগর-নবদ্বীপ রেলপথ, পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রানাঘাট সাংসদ।

দীর্ঘ কয়েক বছর ধরে পড়ে কৃষ্ণনগর-নবদ্বীপ রেলপথ, পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রানাঘাট সাংসদ।

২০০৯ সালে তৎকালীন রেল মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। এরপর কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ শুরু হওয়ার কথা হয়। কিন্তু স্বরুপগঞ্জ হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত জমি জটে আটকে রেল প্রকল্প।উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হবে এই রেলপথ চালু হলে। তাই সমস্ত দিক খতিয়ে দেখে যাতে চালু করা যায় প্রকল্পের কাজ তার জন্যই এই পরিদর্শন, জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।এই ন্যারো গেজ রেললাইন উঠে যাওয়ার পর শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে ছোট ট্রেনটি স্বরুপগঞ্জ ঘাটে আসতো।তাতে সুবিধা হতো একদিকে ইসকন মায়াপুর যাওয়ার, অপরদিকে নবদ্বীপ পোড়ামা তলা ঘাট।এই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে।কেউ হকারি করে কেউ দোকানদারি করে জীবিকা নির্বাহ করতেন। সকলেই চাইছেন আবার পুনরায় যত দ্রুত সম্ভব ট্রেন চালু হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 13 =