দীর্ঘ কুড়ি মাস পরে স্কুল, মোবাইলে ছবি তুলতেই ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের।

বসিরহাট মহকুমা হাড়োয়া থানা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া পি জি হাই স্কুলের ঘটনা। দীর্ঘ প্রায় কুড়ি মাস বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। বন্ধ ছিল সমস্ত পঠন-পাঠন। অবশেষে রাজ্য সরকারের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলে গেল স্কুলের তালা।কিন্তু স্কুলে এসে মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে স্কুলের ইংরেজি শিক্ষকের হাতে বেধড়ক মার খেলেন ১৬ বছরের দ্বাদশ শ্রেণীর ছাত্র দিপন সরকার। ছাত্রের অভিযোগ, মোবাইল নিয়েই স্কুলে গিয়েছিল সহপাঠী ।আরো একটি ছেলের ছবি তোলার সন্দেহে ইংরেজি শিক্ষক তাকে বেধড়ক মারধর করে। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপন সরকার তিনি সহপাঠী এক ছাত্রের অশ্লীল ভিডিও বা ছবি বানিয়ে ছিলেন।যার কারণে সেই সহপাঠী ছাত্র মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন এবং কান্নাকাটি করছিলেন।সেই সময় ক্লাস নিতে যাচ্ছিলেন ওই শিক্ষক। তারপর তাদেরকে ডেকে পাঠানো হয় অফিসে এবং সেখানেই এই ছাত্রকে মারধর করা হয়। ছাত্রের পরিবার জানাচ্ছেন, আহত ছাত্রকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চিকিৎসা করানো হয়।তার শরীরে যথেষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি থানায়। স্কুল খোলার পরে পঠন-পাঠন শুরু হতেই স্কুলে এ ধরনের ঘটনায় বেশ চিন্তায় ফেলেছে বাকি ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের।কিভাবে মোবাইল নিয়ে প্রবেশ করলো ক্লাসরুমে, স্কুলের গাফিলতি ছিল সবটাই অজানা।যদিও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, শনিবার উভয়পক্ষকে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =