দীর্ঘ প্রতীক্ষার পর আজ ডিভিসির সেচকালের জল এলো ভাতার ও মঙ্গলকোট ব্লকে। খুশি এলাকার চাষীরা। তবুও বৃষ্টির দিকে তাকিয়ে চাষীরা।

আকাশে বৃষ্টি নেই, চাষ বন্ধ। চতুর্দিকে মাঠ ধুধু করছে। এমন অবস্থায় প্রশাসনের জরুরী বৈঠক আর সেই বৈঠকের পরই ভাতার ও মঙ্গলকোট ব্লক জুড়ে ডিভিসির সেচকালের মাধ্যমে মাঠে এলো জল।
দুর্গাপুরের ডি,ভি,সি থেকে জল ছাড়ায়, এই জল আসাতে উপকৃত হবে, ৮৬ হাজার একর জমির চাষিরা। দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, অন্যান্য বছর এই সময়ে চাষ শুরু হলেও এখনো বীজতলায় তৈরি করতে পারেনি চাষিরা। গত ২২ তারিখ ডিভিসি জল ছাড়াই সেই জল এলো আজ। আর এই জল আস্তেই খুশি চাষিরা।চাষীদের বক্তব্য ডিভিসির সেচ খালে জল এলেও আকাশের বৃষ্টিপাত যদি ঠিকঠাক না হয় তাহলে ফলন কম হবে বলে দাবি চাষিদের।বর্তমানে ডিভিসি সেচকাল সংস্কারের কাজ চলছে তাই নানান সমস্যা দেখা দিচ্ছে।সব মিলিয়ে ভাতার ও মঙ্গলকোট ব্লকে ডিভিসি সেচকালে জল আশায় আজ থেকে পুরোদমে চাষের কাজে শুরু করেছে চাষিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =