দীর্ঘ ১৯ মাস পর শুরু হলো রাজ্যে ফের লোকাল ট্রেন।
প্রতীক্ষার অবসান।লোকাল ট্রেন চালু হওয়ায় শনিবার পানাগড় স্টেশনে ট্রেনের যাত্রীদের মিষ্টি মুখ করান তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল সহ তৃণমূল কর্মী সমর্থকরা।পাশাপাশি শনিবার সকাল থেকেই লোকাল ট্রেন ধরতে পানাগড় স্টেশনে ভিড় জমান নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।সকাল থেকে বহু যাত্রীকে ট্রেনের টিকিট কেটে পানাগড় স্টেশনে প্রবেশ করতে দেখা যায়।
যাত্রীরা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।তারা জানিয়েছেন,লোকাল ট্রেন চালু হওয়ায় যে সমস্ত সাধারণ মানুষকে বেশি টাকা দিয়ে দূর পাল্লার স্পেশাল ট্রেনে করে যেতে হতো তাদের কর্মস্থলে, সেই জায়গায় এবার কম খরচে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।